Header Ads

“সরকার যা নিয়ম করবে তা মেনে চলতে হবে শিক্ষকদের!”- ফতোয়া তৃণমূল মহা সচিবের।

নজরবন্দি ব্যুরো: সামনে পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনে প্রাইমারি স্কুল শিক্ষকদের ঝাঁপিয়ে পড়ার ফতোয়া শোনালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গতকাল বিকেলে হুগলির চণ্ডীতলা থানার জঙ্গলপাড়া স্কুল মাঠে জেলা প্রাথমিক শিক্ষকদের তৃতীয় সম্মেলন হয়।
সেই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। আর ওই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি প্রাথমিক শিক্ষকদের বদলি প্রসঙ্গে বলেন, “সরকার যা নিয়ম করবে তা মেনে চলতে হবে শিক্ষকদের।”

ওই অনুষ্ঠানের পার্থ-বাবু আরও বলেন, “ভোটের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে তা প্রত্যেককে পালন করতে হবে। পারিবারিক অসুস্থতার অজুহাত দেখিয়ে বাড়িতে বসে থাকবেন, এটা করা যাবে না। বাবার হার্ট অ্যাটাকের অজুহাত দিয়ে ভোট ডিউটিতে যেতে পারব না বলে কোনও অজুহাত আমরা শুনবোনা। নির্বাচনের জন্য সৈনিক তৈরি করতে হবে। সৈন্যরা যেভাবে যুদ্ধ ক্ষেত্রে যায় সেভাবে আপনাদেরও নির্বাচনী যুদ্ধে যেতে হবে।”
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.