Header Ads

১০ বছরের শাপ মুক্তি ! পি এস সি-র মাধ্যমে নিয়োগের নির্দেশ রাজ্য সরকারের।

নজরবন্দি ব্যুরো: রাজ্য মন্ত্রীসভা স্টাফ সিলেকশন কমিশন বন্ধ করার পর আবার কিছুটা প্রাণ ফিরে পেয়েছে পিএসসি। দীর্ঘ প্রায় ১০ বছর পরে রাজ্য সরকারের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্য ক্লার্ক-শিপ পরীক্ষার আয়োজন শুরু করেছে তারা।
তবে এই পদে কত চাকরী প্রার্থীদের নিয়োগ করা হবে , তার কোনও তথ্য দিতে পারেনি পিএসসি। এই দপ্তরের আধিকারিকদের মতে, পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে সরকার। পরীক্ষা নেবার পর সরকার জানাবে ঠিক কত জন লোক নেওয়া হবে। আর সেই মতন পিএসসি প্যানেল তৈরি করবে।
তবে হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য প্যারা-মেডিকেল স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগের দায়িত্ব তাদের হাতে এখনও ফিরে আসেনি। এই দায়িত্ব আছে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর দায়িত্বে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.