Header Ads

প্রিয়া প্রকাশের ছবির গান বাদ দেবার জন্য চিঠি স্মৃতি ইরানিকে!

নজরবন্দি ব্যুরোঃ প্রথমে "পদ্মাবত" আর এবার বহু চর্চিত মালয়ালম ছবি "ওরু আদার লাভ" ছবি নিয়ে বিতর্ক তৈরি হল।

যে খানে অভিনয় করেছেন আজকের সবচাইতে পপুলার অভিনেত্রী প্রিয়া প্রকাশ। সেই ছবির একটি গান নিয়ে মুম্বইয়ের ঔরঙ্গাবাদের জাগরণ সমিতি মহারাষ্ট্র (JJSM) নামে একটি এন জি ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিকে চিঠি লিখে জানিয়েছন 'মাণিক্য মালরায়া পুভি" গানটি ছবি থেকে বাদ দিতে হবে। JJSM-এর প্রেসিডেন্ট মহসিন আহমেদ বলেন, ওই গান ও গানের কথাগুলি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। গানের কথার মাধ্যমে মুহম্মদ ও তাঁর স্ত্রী খাদিজ়া বিবির জীবনকে সঠিকভাবে তুলে ধরা হয়নি।তাঁর কথায়, “আমরা চাই,

এই বিতর্কিত গানটির জন্য ছবির পরিচালক, প্রযোজক ও গীতিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর মুক্তির আগে ছবি থেকে যেন গানটি বাদ দেওয়া হয়। গানটিকে ছবিতে যেভাবে ব্যবহার করা হয়েছে তা আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। আশা করব এমন কাজ ভবিষ্যতে আর কেউ করবে না।” তাঁর আরও সংযোজন, “পরিচালক যদি ছবি মুক্তির আগে গানটি বাদ না দেন, আমরা আইনি পথে হাঁটব এবং গানটির সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাব।” কিন্তু এভাবে যদি একের পর এক ছবি নিয়ে এভাবে বিতর্ক হয় তবে ভারতীও চলচ্চিত্র শিল্পের বড় ক্ষতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.