Header Ads

৩৭তম আসানসোল বইমেলার উদ্বোধন৷

নজরবন্রদি,রবীন প্রামাণিক,আসানসোলঃ— শুক্রবার ১৬ই ফেব্রুয়ারি আসানসোল স্টেডিয়ামে যুব শিল্পী সংসদের পরিচালনায় শুরু হল ৩৭তম আসানসোল

বইমেলা৷প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে বইমেলার উদ্বোধন করলেন আসানসোলের মহানাগরিক জীতেন্দ্র তিওয়ারী মহাশয়৷বইমেলা কমিটির সম্পাদক মৌলিনাথ গোস্বামী জানিয়েছেন পঃবর্ধমান জেলা ঘোষণার পর জেলার সদর শহরে প্রথম বইমেলা আয়োজন করতে পেরে তারা গর্বিত৷এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আসানসোল সাব ডিভিশন এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়৷কলকাতা বইমেলার পর আয়তন ও প্রসারের দিক থেকে রাজ্যের এটিই বৃহত্তম বইমেলা৷মেলায় বাংলা ভাষার বিখ্যাত প্রকাশনা গুলির সাথে হিন্দি ভাষার প্রকাশনা গুলিও অংশগ্রহণ করে৷

এদিনের মঞ্চ থেকে মেয়র জানান সেরা ক্রেতাদের পুরসভার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে৷একই সাথে সবথেকে বেশি বই কেনার ক্ষেত্রে লাইব্রেরি গুলিকেও পুরস্কৃত করা হবে৷এই মেলায় বড় প্রকাশনী সংস্থা গুলির সাথে ক্ষুদে পত্রিকা গুলিও অংশ গ্রহণ করে৷প্রায় ৭০টি প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ গ্রহণ করে৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.