Header Ads

নদীয়ার প্রশাসনিক বৈঠকে মমতার ধমক খেলেন এস পি থেকে পৌর চেয়ারম্যান!

নজরবন্দি ব্যুরোঃ কজের ক্ষেত্রে গাফিলতি বা ফাঁকিকে একদম মেনে নিতে পারেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তা সে হতে পারেন কোন মন্ত্রী, আমলা বা কোন প্রোসাশনিক কর্তা। সকলের সামনে তিনি তাঁদের ভুল গুলকে চোখে আঙ্গুল দিয়ে বা ধমক দিয়ে দেখিয়ে দেন। ঠিক সেই রকমই করলেন নদিয়ার প্রশাসনিক সভার মঞ্চ থেকে। দুষ্কৃতী দৌরাত্ম্য রোখার ক্ষেত্রে পুলিশের গাফিলতির কথা বলে এসপি (নদীয়া) কে সিসরাম ঝাঁঝারিয়াকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন “বাংলাদেশ থেকে এসে খুন করে চলে যাচ্ছে।” এদিন কৃষ্ণনগরের প্রশাসনিক বৈঠকে এসে বি ডি ও, ডি এম দেরও পরামর্শ দেন মমতা।

মিড ডে মিল ঠিকমতো চলছে কি না তা তদারকি করতে বলেন বি ডি ও দের । জেলাশাসকদের ১০০দিনের কাজের সংখ্যা বাড়ানোর কথা বলেন। জানিয়ে দেন, জমি নিয়ে কোনও সমস্যা থাকলে জোর করে কোনও জমি নেওয়া হবে না। মানুষ চাইলে তবেই মানুষের উপকার করা হবে। এছাড়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কল্যাণী থেকে বেলঘরিয়া যাওয়ার জন্য নতুন রাস্তা চালু করা হবে। শুধু প্রশাসনিক কর্তারা নই এদিন রবীন্দ্র ভবন তৈরি নিয়ে ১১ কোটি টাকার প্রজেক্ট জমা দিয়ে ধমক খেয়েছেন রানাঘাট পৌরসভার চেয়ারম্যান পার্থ চ্যাটার্জিও।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.