Header Ads

বার্ণস্ট্যাণ্ডার্ড বাঁচাও দাবিতে কারখানার গেটে তৃণমূল কংগ্রেসের গণ অবস্থান৷

নজরবন্দি ব্যুরোঃ বুধবার বার্ণপুর বার্ণস্ট্যাণ্ডার্ড কারখানার গেটে কারখানাকে বাঁচানোর দাবিতে তৃণমূলের পক্ষ থেকে গণ অবস্থানের ডাক দেওয়া হয়৷
এদিনের গণ অবস্থানে উপস্থিত ছিলেন বার্ণস্ট্যাণ্ডার্ড ওয়ার্কাস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ ঘটক,গুরুদাস চ্যাটার্জী, অশোক রুদ্র ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ৷এদিনের গণ অবস্থানে অভিজিৎ ঘটক বলেন রাজনীতি ভুলে কারখানা বাঁচানোর ডাকে সবাইকে সমবেত হতে হবে৷একটি লাভ দায়ক সংস্থাকে কেন্দ্রীয় সরকার কৌশলে বন্ধ করে দিতে চাইছে৷৪৯কোটি টাকা লাভ করেছে সংস্থা,কাজের

বরাত রয়েছে....প্রায় ৮০০কোটি টাকার উপর সম্পত্তি রয়েছে সংস্থার৷তার পরেও এই কারখানা বন্ধের সিদ্ধান্ত অনৈতিক৷তাই এই রাষ্ট্রয়াত্ত্ব সংস্থাকে বাঁচাতে প্রয়োজনে কারখানা শ্রমিকদের সাথে অনশন অবস্থানে বসতে রাজি৷কেন্দ্রীয় সরকার তাদের দাবি না মানলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷তৃণমূল কংগ্রেস যে কোন মূল্যে এই কারখানা বাঁচিয়ে রাখতে চায়৷কারণ মমতা ব্যানার্জী এই কারখানাকে রেলের সাথে সংযুক্ত করেছিলেন রেল মন্ত্রী থাকা সময়৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.