Header Ads

দুই সন্তানের বেশি হলেই শাস্তি এবার?

নজরবন্দি ব্যুরোঃ দেশের জনসংখ্যা এই মুহূর্তে প্রায় ১৩০ কোটি। ক্রমবর্ধমান এই জনসংখ্যার চাপে তৈরি হচ্ছে নিত্যনতুন সমস্যা। বেকার সমস্যা থেকে শুরু করে দারিদ্র সহ আরও নানা প্রতিকূলতা বেড়ে চলেছে দিনদিন। আর এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কি আনা হবে নতুন নিয়ম?
ভারতবর্ষের জনসংখ্যা যেভাবে দ্রুত গতিতে বেড়ে চলেছে তাতে খুব তাড়াতাড়ি তা জনবিস্ফোরণের চেহারা নেবে, একথা বলাই যায়। ফলে বাড়বে দেশের মানুষের সমস্যা। আর এইসব বিষয়কে সামনে রেখে দুই সন্তানের আর্জি জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী অনুজ সাক্সেনা, পৃথ্বীরাজ চৌহান ও প্রিয়া শর্মা। তারা সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছেন, দুইয়ের বেশি সন্তান হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। নিজেদের দাবির স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তারা পরিসংখ্যান সামনে এনে দেখিয়েছেন, এভাবে চলতে থাকলে আগামী ২০২২ সালের মধ্যে দেশের জনসংখ্যা ছাড়িয়ে যাবে দেড়শো কোটি।

মামলাকারীদের তরফে আবেদন জানানো হয়েছে, শীর্ষ আদালত রাজ্যের দেশের সরকারকে এই বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দিক। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.