Header Ads

পাল্লা ভারি! বিচারপতির প্রশ্নে এই মুহূর্তে ডিএ মামলায় বল কি রাজ্য সরকারি কর্মীদের কোর্টে?

নজরবন্দি ব্যুরোঃ গতকাল ডিএ মামলার শুনানিতে সরকার পক্ষের আইনজীবী ও রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীর সওয়াল শোনার পর বিচারপতি বলেন, ডিএ 'রাজ্য সরকারের দয়ার দান' স্যাটের এই মন্তব্যের তীব্র ভাষায় সমালোচনা করেন বিচারপতি।
বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ বলেন, স্যাটের রায়ে যে বলা হয়েছে ডিএ 'রাজ্য সরকারের দয়ার দান', তার ব্যাখ্যা কোথায়? পাশাপাশি বিচারপতিরা এও বলেন, ডিএ বা মহার্ঘ ভাতা যদি রাজ্য সরকারের দয়ার দান হয় তাহলে রাজ্য সরকারের আইনজীবীদের সেই বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে।

গতকাল বিচারপতি যেভাবে স্যাটের রায়কে ঘুরিয়ে অপ্রাসঙ্গিক হিসেবে চিহ্নিত করলেন তা-কে ডিএ মামলার মোড় রাজ্য সরকারি কর্মচারীদের দিকে ঘোরানোর ক্ষেত্রে বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে করছেন আইনজীবী মহল। আর আইনজীবী মহলের এই ভাবনাই মনে আশা জাগাচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.