Header Ads

উলটপুরাণ! তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূলের সহযোদ্ধা।

নজরবন্দি ব্যুরো: তৃণমূলের হাতে আক্রান্ত এক সময়ে তৃণমূলেরই সহযোদ্ধা। এই মধ্য বয়স্ক মহিলাকে কি মনে করতে পারছেন? এই রাজ্যের শাসক দলের কাছে একসময় এই মহিলা খুবই পরিচিত ছিলেন। ইনি হলেন অনুরাধা তলোয়ার, পেশায় একজন সমাজকর্মী। ইনি সিঙ্গুরের জমি আন্দোলনের সময় বামফ্রন্ট সরকারের উৎখাত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বামফ্রন্ট সরকার বিরোধী ষড়যন্ত্র, আন্দোলন ও পরিবর্তনের অন্যতম মুখ হিসেবে পরিচিত ছিলেন এই অনুরাধা তলোয়ার।
সিঙ্গুর জমি বাচাও আন্দোলনের সময় টাটাদের নির্মীয়মাণ ন্যানো কারখানার ওপর হামলা চালানো, ওই এলাকায় স্বেচ্ছায় জমি-দাতাদের বাড়ির উপর পরিকল্পনা মাফিক হামলা করা, জঙ্গল-মহল এলাকার খেজুরীতে স্থানীয় সিপি আই(এম) পার্টি অফিস গুলিতে আক্রমণ করার মতন গুরুতর অপরাধ মূলক ঘটনার সাথে এই মহিলা যুক্ত ছিলেন বলে অভিযোগ তৎকালীন সিপি আই(এম) নেতাদের।

কিন্তু এত কিছু অভিযোগ থাকার পরেও এই সমাজকর্মীর উপর কোনদিন হামলা করেনি বাম সমর্থকরা। জানা গিয়েছে, গত রবিবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে সভা করতে গিয়ে ছিলেন এই অনুরাধা তলোয়ার। অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকদের হাতে বেধড়ক মার খেলেন এই সমাজকর্মী।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.