Header Ads

“শিক্ষক-শিক্ষিকাদের কাছেও আগ্নেয়স্ত্র থাকা উচিত” প্রেসিডেন্ট ট্রাম্প।

নজরবন্দি ব্যুরোঃ ফ্লোরিডা স্কুলের ঘটনার পর উত্তাল আমেরিকা। পড়ুয়ারাদের আন্দোলন আছড়ে পরছে হোয়াইট হাউসে।
বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল ফ্লোরিডার স্কুলে বন্দুকবাজ হামলায় নিহতদের পরিবার। তাঁরা ট্রাম্পের কাছে নিরাপত্তা চেয়ে কথা বলতে এসেছিলেন। তাঁদের সব কথা শুনে ট্রাম্প যে নিদান দিলেন তাতে এবার থেকে শিক্ষকদের কলম ছেড়ে বন্দুক ধরতে হবে!তিনি বলেন শিক্ষক-শিক্ষিকাদের কাছেও আগ্নেয়স্ত্র থাকা উচিত। যদি আগ্নেয়াস্ত্র ব্যবহারের তাঁরা দক্ষ হন, তা হলে তো কথাই নেই।

শিক্ষক-শিক্ষিকাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকলে খুব সহজেই ফ্লোরিডার মতো ঘটনা প্রতিরোধ করা যাবে। পাশাপাশি তিনি এও বলেন 'ব্যাকগ্রাউন্ড পলিসি' বিষয়ে আরও কড়া হবে প্রশাসন। খতিয়ে দেখা হবে আগ্নেয়াস্ত্র ক্রয় করা ব্যক্তির বংশ পরিচয়। পরীক্ষা করে দেখা হবে ক্রেতার মানসিক স্বাস্থ্যও।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.