Header Ads

বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে! শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কেন্দ্র বিরোধিতায় সরব তৃণমূল।

দুর্গাপুর, নজরবন্দিঃ কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরোধিতা করেছে তৃণমূল সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। আরও একবার কেন্দ্রের জন বিরোধী সিদ্ধান্তের বিরোধিতায় বিক্ষোভে সরব হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
দুর্গাপুরের বহু পুরানো অ্যালয় স্টীল প্ল্যান্টকে কেন্দ্রীয় সরকার বেসরকারী করণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর বিজেপি সরকারের এই সিদ্ধান্তে দিশেহারা এই কারখানায় কর্মরত শ্রমিকরা। মোদী সরকারের এই নতুন সিদ্ধান্তের পর থেকেই কাজ হারানোর আশঙ্কা করছেন তারা। বেসরকারি করণের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল রেল লাইন অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা।

ওই সমস্ত দিশাহারা শ্রমিকদের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস। আজ সকাল থেকে কারখানার সিইও-র অফিসের সামনে ঘেরাও কর্মসূচী গ্রহণ করা হয় শাসক দলের তরফে। এই ঘেরাও কর্মসূচীতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতারা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে তারা কেন্দ্রীয় সরকারের বেসরকারি করণের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.