Header Ads

রেলে প্রায় ৯০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি! যোগ্যতা মাধ্যমিক!

নজরবন্দি ব্যুরোঃ সারা দেশ জুড়ে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতীয় রেল। গ্রুপ ডি-র পর এবার গ্রুপ সি-র প্রায় ৯০ হাজার শূন্যপদে নিয়োগ করবে রেল। পরপর দুটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্বের সবচেয়ে বড় কর্মী নিয়োগকারী বলে নিজের দপ্তরকে দাবি করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
মোট শূন্যপদের সংখ্যা- ৮৯,৪০৯টি। ভারতীয় রেলের গ্রুপ সি লেভেল I এবং লেভেল II তে হবে এই নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। আইটিআই পাশ অথবা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রাপ্ত চাকরিপ্রার্থীরাও আবেদন করার ক্ষেত্রে যোগ্য বিবেচিত হবেন।
বয়স- ১ জুলাই ২০১৮ তারিখের হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩১ বছরের মধ্যে।

বেতন- লেভেল I এর ক্ষেত্রে বেতন ১৮ হাজার থেকে ৫৬, ৯০০ টাকা এবং লেভেল II এর বেতন ১৯,৯০০-৬৩,২০০ টাকা।
আবেদনের শেষ তারিখ- গ্রুপ সি লেভেল I-এর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ মার্চ এবং লেভেল II এর ক্ষেত্রে শেষ তারিখ ৫ মার্চ।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। প্রার্থী বাছাইও করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। হবে লিখিত পরীক্ষা এবং ইন্টার্ভিউ।
আরও বিস্তারিত জানতে এবং আবেদন করতে লগ অন করুন www.indianrailways.gov.in অথবা www.rrbahmedabad.gov.in এ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.