Header Ads

পঞ্চায়েত নির্বাচনের আগে বাম শিবিরে বড় ভাঙন! জেলা কমিটির ১২ জন নেতা নাম লেখাল তৃণমূলে।

নজরবন্দি ব্যুরো: সামনেই পঞ্চায়েত ভোট। আর তার আগে বড় ধাক্কা খেল বামেরা। শুক্রবার বাঁকুড়ার আরএসপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। আর তার পরদিন শনিবার বর্ধমান আরএসপির জেলা সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন তৃণমূলে। সঙ্গে জেলা কমিটির ১২ জন সদস্য-সহ বেশকিছু নেতা-কর্মীও রাজ্যের শাসক দলে নাম লেখালেন।
তৃণমূল সূত্রে খবর, গত কাল বর্ধমানের পাহাড়হাটিতে এক অনুষ্ঠানে স্বপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরএসপি সদস্যরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। এই দলবদলে ঠেলায় আরএসপি-র জেলা কমিটিই কার্যত ভেঙে গেল। খোদ জেলা সম্পাদকই আর দলে নেই।

এদিন তৃণমূলের পতাকা হাতে নিয়ে স্বপন-বাবু বলেন, এখন এই রাজ্যের বামফ্রন্টর আর নীতি নেই, তার নীতি-ভ্রষ্ট। আমরা প্রথম থেকেই কংগ্রেসের সঙ্গে জোট গড়ার বিরোধী ছিলাম। বারবার এই বিষয়ে বিরোধিতা করা সত্ত্বেও কেউ তাঁদের কথা শোনেনি। বামফ্রন্ট ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে এই রাজ্যে। সেই কারণেই উত্থান হচ্ছে বিজেপির। বিজেপির মতো শক্তিকে রুখতে তৃণমূল কংগ্রেসকেই শক্তিশালী করতে চান তাঁরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.