Header Ads

ছবির গান থেকে সরাতে হবে রাহাত ফতে আলির গলা, ফতোয়া মন্ত্রী বাবুলের!

নজরবন্দি ব্যুরোঃ "ওয়েলকাম টু নিউ ইয়র্ক" ছবিতে গান গেয়েছেন পাকিস্তানি গায়ক রাহাত ফতে আলি খান।

আর এই গান টি নিয়ে দিল্লির রাজনীতি তোলপাড় কারণ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দাবী তুলেছেন রাহাতের গলা সরিয়ে অন্য কাউকে দিয়ে ডাব করাতে হবে গানটি। বাবুল বলেছেন, তিনি বুঝতে পারেন না, যখন ভারত-পাকিস্তানের মধ্যে এতটা অশান্তি চলছে, তখন কেন ও দেশ থেকে বিনোদনের জন্য লোক নিয়ে আসতে হবে। যদি সত্যিই ওই গানে রাহাতের গলা থাকে, তবে নির্মাতাদের প্রতি তাঁর অনুরোধ, তা সরিয়ে অন্য কাউকে দিয়ে অংশটি ডাব করানো হোক। বাবুল বলেছেন, " আমি বুঝতে পারি না, যখন ভারত-পাকিস্তানের মধ্যে এতটা অশান্তি চলছে,

তখন কেন ও দেশ থেকে বিনোদনের জন্য লোক নিয়ে আসতে হবে। যদি সত্যিই ওই গানে রাহাতের গলা থাকে, তবে নির্মাতাদের প্রতি আমার অনুরোধ, তা সরিয়ে অন্য কাউকে দিয়ে অংশটি ডাব করানো হোক"। তিনি আরও বলেছেন " আমি জানি না কেন পাকিস্তানি আতিফ ইসলাম দিল দিয়া গাল্লান গাওয়ার সুযোগ পেলেন, যখন অরিজিৎ সিংহ অনেক ভাল গাইতে পারতেন গানটি। এফএম চ্যানেলগুলিতে হইহই করে এই গান বাজানো হচ্ছে, আর নিউজ চ্যানেলে পড়া হচ্ছে শহিদ সৈনিকদের নাম।" তিনি আরও বলেছেন, যথেষ্ট হয়েছে,

পাক শিল্পীদের এখনই নিষিদ্ধ করা হোক। তাঁদের অপরাধ একটাই, তাঁরা পাকিস্তানি। আমরা ভারতীয়, সেই পরিচয়টাই মুখ্য হয়ে উঠুক। তবে তিনি বলেন আমাদের সমস্যা ব্যক্তি আতিফ বা রাহাতকে নিয়ে নয়, সমস্যা তাঁদের পাকিস্তানি পরিচয় নিয়ে। এই ছবিটিতে অভিনয় করেছেন কর্ণ জোহর, দলজিৎ দোসাঞ্জ, সোনাক্ষী সিংহ, বোমান ইরানি ও রানা দাগ্গুবাতি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.