Header Ads

আবারও রেকর্ড করলেন বিরাট!

নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেটের রেকর্ড গড়ারা ব্যাপারটাকে প্রাই অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট কোহলি। শনিবার দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও

রেকর্ড করতে ছাড়েননি তিনি। একদিনের ম্যাচে ৭৫ রান করে ভারতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় পাঁচ নম্বরে চলে এলেন ভারত অধিনায়ক, আর সেই সঙ্গে ভেঙে দিলেন মহম্মদ আজহারউদ্দিনের ৯,৩৭৮ রানের রেকর্ড। আবার এবি ডিভিলিয়ার্সের পর দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিপাক্ষিক একদিনের সিরিজে ৩৫০-র বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন কোহলি। শুধু ভারতীয়দের মধ্যে নই বিশ্ব ক্রিকেটেও ক্রিস গেইলকে টপকে গেলেন কোহলি। গেইল (রান ৯,৪২০), কোহলি (৯,৪২৩) রান করে

সর্বাধিক রানসংগ্রহকারীর তালিকায় বিশ্বে ১৬ নঃ স্থানে উঠে এলেন তিনি। একদিনের ক্রিকেটে এখন সেরা রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে রয়েছেন সচিন (১৮,৪২৬) এর পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের (১১,৩৬৩) তারপর রাহুল দ্রাবিড় (১০,৮৮৯) ও মহেন্দ্র সিং ধোনি (৯,৯৫৪) রান। অন্য দিকে শতরানের নিরিখে বিরাটের আগে আখন শুধু সচিন,পন্টিং,সঙ্গকারা ও কালিসের পিছনে। ৩ ফরম্যাটের ক্রিকেটে ভারত অধিনায়কের সেঞ্চুরি ৫৫ টি। বয়স ও পারফর্ম করার দিক থেকে এখন তিনি মধ্য গগনে, তাই তিনি যখন অবসর নেবেন তখন রেকর্ড বইতে তিনি কথায় থাকবেন সেটা আর বোলার অপেক্ষা রাখে না!
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.