Header Ads

পাকিস্তানের হাত ছাড়ল চিন। কি করবে এবার ভারতের প্রতিবেশী?

নজরবন্দি ব্যুরোঃ ভারত -পাকিস্তানের সম্পর্ক যে কোনদিনই ভালো না সেটা অজানা নয় কারো কাছে, এই দুদেশ সবসময় একে অপরকে সবসময় চাপে রাখার চেষ্টা চালিয়ে
যায় আন্তর্জাতিক মঞ্চে। বেশ কিছুদিন হল পাকিস্তান আর চিনের সম্পর্ক বেশ দৃঢ় হয়েছে, যার ফলস্বরূপ পাকিস্তান চিনা ভাষা কে সরকারি ভাষা হিসাবে মান্যতা দিয়াছে। তাছাড়া বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের পাশে দাঁড়ায় চিন। কিন্তু এবার হল ঠিক উল্টো টা পাকিস্তানে সন্ত্রাসে অর্থ খরচ হচ্ছে কিনা, তার উপরে নজরদারি চালাবে Financial Action Task Force। অর্থ তছরূপ মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থা FATF-এর ৩৫ সদস্যই পাকিস্তানের উপরে নজরদারির পক্ষে সম্মত হয়েছে।

বন্ধু দেশকে বাঁচাতে আগে ভেটো দিয়েছিল চিন। তবে এবার বেজিং সম্মতি দিয়েছে বলে খবর। জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের চাপের মুখেই অবস্থান বদল করেছে চিন। আমেরিকার সাথে এখন সম্পর্ক ভালো না পাকিস্তানের এবার চিন ও যদি হাত ছেড়ে দেয় তাহলে কোথায় যাবে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র ? প্রশ্ন রাজনৈতিক মহলে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.