Header Ads

অনুর্ধ ১৭-র পর অনুর্ধ ২০ বিশ্বকাপের আয়োজকও ভারত?

নজরবন্দি ব্যুরোঃ অনুর্ধ ১৭ বিশ্বকাপ সাফল্যের সঙ্গে আয়োজন করার পর এবার ভারতীয় ফুটবল ফেডারেশন পাখির চোখ রাখছে অনুর্ধ ২০ বিশ্বকাপের ওপর। আগামি মাসের মাঝামাঝিতে কলম্বিয়ায় হতে চলেছে ফিফা কাউন্সিলের বৈঠক। সেখানেই ঠিক হবে কোন দেশ এই বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পাবে।
২০১৯ যুব বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করেছে ভারত। এই লড়াইয়ে ভারতের প্রতিদ্বন্দ্বী রয়েছে পোল্যান্ড ও মেক্সিকো। তবে অনুর্ধ ১৭ বিশ্বকাপ সাফল্যের সাথে আয়োজন করার পর অনুর্ধ ২০ বিশ্বকাপের প্রধান দাবিদার যে ভারত তা বোলার অপেক্ষা রাখে না। তবে ফেডারেশন এখনো কোনো ইতিবাচক ইঙ্গিত পায়নি। অবশ্য অনুর্ধ ২০ বিশ্বকাপ শুরু জুন মাসে। সেসময় ভারতে খুব গরম। সেটা হয়তো এই খেলার আয়োজনের ব্যাপারে বাধা হয়ে দাঁড়াতে পারে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.