Header Ads

শহরে ক্রমশ বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ব্যুরোঃ শহরে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রত্যেক দিনই অসংখ্য রোগী আন্ত্রিকের উপসর্গ নিয়ে আসছেন হাসপাতাল গুলিতে। ইতিমধ্যে মৃত্যুর খবরও মিলেছে একাধিক। ফলে উৎকন্ঠা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরিস্থিতি তলিয়ে জানতে আগামি সোমবার নবান্নে মেয়র পারিষদ অতীন ঘোষের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা জানিয়েছেন অতীন বাবু। শহরের ডায়রিয়া পরিস্থিতির রিপোর্ট নিতেই মেয়র পারিষদকে তলব করেছেন বলে খবর।

বিগত কয়েকদিন ধরে শহর জুড়ে ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বাঘাযতীন, এম আর বাঙুর হাসপাতাল গুলিতে রোজই প্রচুর রোগি আসছেন।সম্প্রতি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাঘাযতীন J ব্লকের বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তি। এই অবস্থায় আন্ত্রিক নিয়ন্ত্রণে আনার জন্য ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য মেয়র পারিষদকে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.