Header Ads

প্রয়াত বলিউডের চাঁদনি! শ্রীদেবি-র আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া দেশজুড়ে।

নজরবন্দি ব্যুরোঃ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবি। গতকাল দুবাইতে পারিবারিক এক বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি, সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই বিয়েতে তার সাথে ছিলেন স্বামী বনি কাপুর ও তার ছোট মেয়ে। দুবাইতে মোহিত মারওয়ারের বিয়েতে গিয়ে রাত প্রায় ১১,৩০ মিঃ এ শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউডের চাঁদনি। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শোক জ্ঞ্যাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। মৃত্যুকালে শ্রীদেবির বয়েশ হয়েছিল মাত্র ৫৪ বছর। ১৯৬৩ সালের ১৩ আগষ্ট তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাঁর আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়পান। ‘জুলি’ সিনেমার মধ্য দিয়ে মাত্র ১৩ বছর বয়েসে ১৯৭৫ সালে তাঁর ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ।

এরপর একে একে প্রায় ৩০০টি চলচিত্রে অভিনয় করেন তিনি। তাঁর কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সিনেমাগুলি হল চান্দনী, নাগিনা, সাদমা, জানবাজ, কারমা এবং মিস্টার ইন্ডিয়া। তাঁর শেষ ছবি 'মম' আত্মপ্রকাশ করে ২০১৭ সালে। 'মম' এর প্রচারে কলকাতাতেও এসেছিলেন তিনি।
মোহিত মারওয়ারের বিয়েতে শেষ বার শ্রীদেবি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.