Header Ads

বাচ্চাদের আধার নিয়ে নয়া নির্দেশিকা আধার কর্তৃপক্ষের।

নজরবন্দি ব্যুরোঃ এখন ভারতীয় নাগরিকের পরিচয়পত্র যে আধার, তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া(ইউআইডিএআই)।
এই নির্দেশ কে মান্যতা দিয়েছে দেশের সর্বচ্চ আদালতও। ইউআইডিএআই কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, এ বার থেকে পাঁচ বছরের নীচে সমস্ত শিশুর জন্য ‘বাল আধার’ কার্ডে থাকছে হালকা নীল রঙের প্রলেপ। তবে যুক্ত হয়েছে বেশ কিছু নির্দিষ্ট নিয়মাবলি। যেমন পাঁচ বছরের নীচে যে কোনো শিশুর জন্য এই বাল আধার করা গেলেও তা বদলে ফেলতে হবে সাত বছরের আগেই। পাঁচ বছর বয়স পার হলেও বায়োমেট্রিক তথ্য জুড়তে হবে যে কোনো নাগরিকের আধার কার্ডেই।

মাথায় রাখতে হবে সাত বছর অতিক্রান্ত্র হয়ে যাওয়ার পরও যদি ওই কার্ড পুনর্নবীকরণ না করা হয় তা হলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে। কারণ পাঁচ বছর বয়স হওয়ার পর কর্তৃপক্ষ ওই কার্ডের ভেরিফিকেশন করবেন। আবার তা পুনরায় যাচাই করা হবে ১৫ বছর বয়সে।




তথ্যঃ কলকাতা ২৪
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.