Header Ads

"দুধ না খেলে হবেনা ভালো ছেলে!" চটুল নাচে মত্ত তৃণমূলের মহিলা বিধায়ক! 'নব-সংস্কৃতির জোয়ার' রাজ্যে?

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যকে সংস্কৃতি মনস্ক করে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই দলের নেতা নেত্রীরাই যে ভিন্ন সংস্কৃতির জোয়ারে গা ভাসিয়েছেন তা কি লক্ষ্য রাখেন মুখ্যমন্ত্রী? একেই কি বলে সংস্কৃতি? প্রশ্ন তুলেছেন রাজ্যের বিদগ্ধ জনেরা।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে গানের তালে তালে চটুল নৃত্যে মেতেছেন বালির তৃণমূলের এমএলএ বৈশালী ডালমিয়া। তার সাথে নাচতে দেখা যাচ্ছে আরেকজন পুরুষকে। পেছনে সাউন্ডবক্সে বাজছে চন্দ্রবিন্দুর গান, "দুধ না খেলে হবে না ভালো ছেলে।" চারদিক থেকে মুহুর্মুহু উঠছে হাততালি।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে দুটি ভিন্ন জায়গায় চটুল ছন্দে নাচতে দেখা গেছিলো তৃণমূলের এক সাংসদ ও এক বিধায়ককে। এসবের ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি নব-সংস্কৃতির জোয়ার আনছে রাজ্যে তৃণমূল কংগ্রেস?
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.