Header Ads

টাকা ও সোনার পর এবার ধান-কেলেঙ্কারিতে নাম জড়াল ভারতী ঘোষের!

নজরবন্দি ব্যুরো: সোনা ও টাকার পর এবার ধান-কেলেঙ্কারিতে নাম জড়াল ভারতী ঘোষের। প্রায় ২ বছর আগে সরকারি ধান কেনায় বেনিয়ম হয়েছে বলে অভিযোগ ওঠে। এর পর তদন্তে নেমে জঙ্গলমহলের এক চালকল মালিক ও ধান ব্যবসায়ীদের ধান আটক রেখে তাঁদের কাছ থেকে মোটা টাকা আদায়ের অভিযোগ উঠেছে ভারতীর বিরুদ্ধে। এবার সেই চালকল মালিককে সিআইডি জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
জানা গিয়েছে, ২০১৬ সালে লালগড়-সহ জঙ্গলমহলের বেশকিছু এলাকায় সহায়ক মূল্যে ধান কেনায় গোপীবল্লভপুর-২ ব্লকের একটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে। এর পর তদন্তে নামে খাদ্য দফতর ও সমবায় দফতর।

ওই ঘটনায় মামলাটি দায়ের হয়েছিল লালগড় থানায়। ভারতী নিজে তদন্তের দেখভালে ছিলেন। অভিযোগ, তদন্তের সূত্রে ২০১৬-র সেপ্টেম্বরে ঝাড়গ্রামের এক চালকল মালিক ও আরও তিনি জনকে অফিসে ডেকে পাঠান ভারতী। এরপর চালকল মালিক ও ধান ব্যবসায়ীদের থেকে মোটা টাকা আদায় করেন বলে অভিযোগ ওঠে ভারতী ঘোষের বিরুদ্ধে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.