Header Ads

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন আসানসোলে৷

নজরবন্দিঃ আসানসোলে লেখক কবি সমাবেশ,ভাষা শহিদ স্মারক সমিতি ও গণ নাট্য সংগঠনের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস৷এদিন সকালে আসানসোলের কোর্ট চত্বরে বিদ্যাসাগর এর মূর্তিতে ও ভাষা শহিদ স্মারকে মাল্যদানের মাধ্যমে ভাষা দিবস উদযাপনের সূচনা

করেন লেখক কবি সমাবেশের কর্ণধার ডঃ অরুণাভ সেনগুপ্ত,ভাষা শহিদ স্মারক সমিতির পক্ষ থেকে ডঃ প্রতিভা রঞ্জন মুখার্জী সহ স্থানীয় লেখক কবি ও সমাজের বিশিষ্ট মানুষজনেরা৷এরপর গান ও কবিতা পাঠের মাধ্যমে শোভাযাত্রা করে আসানসোলের বি এন আর মোড়ে রবীন্দ্র মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷এদিনের অনুষ্ঠান স্থলে দাঁড়িয়ে ভাষা শহিদের কর্ণধার প্রতিভা রঞ্জন বাবু দাবি করেন প্রশাসনের কাছে শহরের সমস্ত হোডিং গুলি বাঙলাতে করার,একই সাথে ডঃ অরুণাভ বাবু বলেন এ শহরে বাংলাভাষীরা ক্রমশ উপেক্ষিত হয়ে পড়ছে৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.