Header Ads

আপনি প্রতিদিন মদ্যপান করলে কি সাংঘাতিক ক্ষতি হতে পারে আপনার পরিবারের। জানেন ?

নজরবন্দি ব্যুরোঃ একবার ভেবে দেখুন তো আপনার জীবনটা কেমন হবে যদি একদিন হঠাৎ করে বউ, প্রেমিকা,
মা-বাবা অথবা বোনের মুখটা চিনতে না পারেন। বন্ধুরা সামনে এসে ডাকবে, কিন্তু আপনি তাদের কাউকে চিনে উঠতে পারবেন না। কতটা ভয়ঙ্কর হবে বলুন তো তখন জীবনটা, কখনও ভেবে দেখেছেন! তাই এমনটা আপনার সঙ্গেও ঘটুক যদি না চান, তাহলে প্রতিদিন মদ্যপান করা বন্ধ করুন। না হলে কিন্তু...! ডিঙ্কিং এর সঙ্গে স্মৃতিশক্তি কমে যাওয়ার কি সম্পর্ক? আজ ল্যান্সেট পত্রিকায় প্রকাশিত একটি গবেষণা পত্রে এমনটা দাবি করা হয়েছে যে অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকলে ধীরে ধীরে কগনেটিভ পাওয়ার কমতে শুরু করে।

ফলে স্বাভাবিকভাবেই শুধু স্মৃতিশক্তি নয়, কমে বুদ্ধি এবং মনযোগ ক্ষমতাও। তবে এথানেই শেষ নয়, নিয়মিত মদ্যপান করলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়। সেই সঙ্গে ব্লাড প্রেসারও ওঠানাম করতে শুরু করে। ফলে যে কোনও সময় স্ট্রোকের মতো মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই তো সাবধান হওয়ার সময় মনে হয় এসে গেছে বন্ধুরা!
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.