Header Ads

ভারতের সর্বপ্রথম সোশ্যাল নেটওয়ার্ক! খবরের শিরোনামে মালদার যুবকরা।

নজরবন্দি ব্যুরো: মোথা-বাড়ি নামক গ্রামের বাঙালি ছেলের হাত ধরে ভারতের সর্বপ্রথম সোশ্যাল নেটওয়ার্ক।
বর্তমানে বিদেশি সোশ্যাল নেটওয়ার্ক যেমন-ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপ ইত্যাদি সারা ভারতে দারুণ ভাবে বাজিমাত করছে। এতে প্রচুর ফেক আইডিও ভাইরাল হয়ে উঠেছে।এতে ইউজারের নিরাপত্তা নষ্ট হয়ে পড়ে। মানুষ বর্তমানে নিরাপত্তার খোঁজে ব্যস্ত হয়ে পড়েছে।এই দুর্বলতাকে ভিত্তি করে মালদহের এক পল্লীগ্রামে মোথা-বাড়ির মানস কুমার, সামীম আব্বাস, আনওয়ার হোসেন, বাপন এন্ড গ্ৰপ, ওয়াসিম, আরও কিছু লোকের সহযোগিতায় ভারতের সর্ব প্রথম সোশ্যাল নেটওয়ার্ক jiodost.com এর উদ্ভব হয়েছে । এতে ইউজারের নিরাপত্তা রয়েছে। তাছাড়াও এর মাধ্যমে chatting, audio-video call, file transfer, online shopping, points earning ইত্যাদি করা যাবে।মালদার মোথা-বাড়ির মানস কুমার বসাক, সামিম আব্বাস (মিলন), মো:আনুযার হোসেন, বাবলু সাহা, বাপন বসাক এন্ড টীম, আবদুল করিম ও মামুন আকতার এবং ওয়েস্ট বেঙ্গল টেকনিকাল ইউনিভার্সিটির ছাত্র মো: ওয়াসিম আখতার একত্রিত ভাবে প্রতিষ্ঠা করেছেন এই সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের I গত ১ লা, জানুয়ারি ২০১৮ প্রকাশ পেয়েছে এই সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.