Header Ads

অধ্যক্ষের বিরুদ্ধে বিধানসভায় অনাস্থা বাম ও কং এর!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে এখন গণতন্ত্র নে। গণতন্ত্র নেই বিধানসভার মধ্যে । সেখানে অধ্যক্ষ থাকলেও তিনি কার্যত শাসকদলের কথাতেই চলছেন। বিরোধীদের কথা বলার সুযোগই দেওয়া হচ্ছে না। এই অভিযোগ বাম-কংগ্রেস যৌথভাবে আজ, মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনলেন অনাস্থা।
সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।
কিন্তু বিরোধীদের অভিযোগ শাসকদল বাধা দিচ্ছে বলে সরব হন বিরোধী বিধায়করা। এরপরই যৌথ বৈঠক করে অধ্যক্ষর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসার সিদ্ধান্ত নেয় তাঁরা। কংগ্রেসের পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান ঘুরিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘‘বিধানসভা হল জনগণের সমস্যা তুলে ধরার জায়গা। অথচ বিরোধীদের কোনও বক্তব্য পেশই করতে দেওয়া হচ্ছে না। অধ্যক্ষও শাসকদলের কথাতে চলছেন। তাই বাধ্য হয়েই অধ্যক্ষর বিরুদ্ধে অনাস্থা আনার সিদ্ধান্ত।’’

বাম পরিষদীয় দলনেতা তথা বিধায়ক সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, ‘‘সারা রাজ্যে কোথাও গণতন্ত্রের ছিটেফোঁটা নেই। বিধানসভার অন্দরেও একই অবস্থা তৈরি করেছে শাসকদলের প্রতিনিধিরা। শাসকদল এবং তাদের একজন বিশেষ ব্যক্তির নির্দেশে বিধানসভা চালানো হচ্ছে। আমরা অধ্যক্ষের এই রকমের ভূমিকার তীব্র প্রতিবাদ করছি৷ তাই অনাস্থা প্রস্তাব আনছি।’’
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.