Header Ads

B.ED কোর্স ৪ বছর করার খবরে বিতর্ক শিক্ষা মহলে!এই বিষয়ে কিছুই জানিনা বললেন আধিকারিক।

নজরবন্দি ব্যুরো: কেন্দ্র ও রাজ্য সরকারের ঘষিত নিয়ম অনুসারে সরকারি শিক্ষক পদে আবেদন করতে হলে বিএড পাস হতে হবে চাকরী প্রার্থীদের। এই বছর থেকে বিএড কোর্সের মেয়াদ বাড়িয়ে ২ বছর করা হয়েছে।
এবার শিক্ষক শিক্ষণের সময় আরও বাড়িয়ে চার বছর করার বিষয়ে ভাবছে কেন্দ্র, এমন খবরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে হবু শিক্ষকদের মধ্যে। এই ট্রেনিং-এর মেয়াদ নিয়ে নাকি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই-কে চিঠি লিখেছেন মানবসম্পদ উন্নয়ন দপ্তরের সচিব। নতুন এই নিয়মের দ্বাদশ শ্রেণি পাস করা পড়ুয়ারা বিএড কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

এই বিষয়ে আরও খবর, বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য বিএড কোর্স পড়ার ক্ষেত্রে দুটি আলাদা শাখা তৈরি করার ভাবনা চলছে। যারা শিক্ষকতাকে পেশা হিসাবে নিতে চান তাদেরকে বিএ বিএড ও বিএসসি বিএড কোর্সে ভর্তি হতে হবে। আর এই বিএড কোর্সের সময় বৃদ্ধির খবরে বেশ বিতর্ক ছড়িয়েছে শিক্ষা মহলে। তবে আমাদের প্রতিনিধি এই বিষয়ে এনসিটিই-র এক আধিকারিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি এই ব্যাপারে এখন কিছুই জানিনা! আপনারা কিভাবে জানলেন, আমি অবাক হয়ে যাচ্ছি”।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.