Header Ads

বছরে কতবার ডিএ পাবেন? একবার না দুবার? জানা যাবে সোমবার।।

নজরবন্দি ব্যুরোঃ কয়েকমাস আগে মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুজায়ী এ মাস থেকেই রাজ্যে সরকারি কর্মীদের ডিএ বেড়েছে ১৫ শতাংশ। অন্যদিকে হাইকোর্টে ডিএ বৃদ্ধির দাবীতে চলছে মামলা! কারন ১৫% দিলেও এখনো কেন্দ্রের সাথে ফারাক বিস্তর, প্রায় ৩৯%!
আদালতের এজলাস আজ সরগরম হয়ে ওঠে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বছরে একবার না দু'বার দেওয়া হবে তা নিয়ে। দুই বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ মামলাকারীদের আইনজীবী সর্দার আমজাদ আলিকে আদালতের কাছে সেই নথি দেখাতে বলেছেন যেখানে উল্লেখ আছে বছরে দু'বার ডিএ দেওয়ার কথা! শুধু তাই নয় আমজাদ আলিকে জানাতে হবে কেন্দ্রীয় সরকার কি কারনে বছরে দু’বার ডিএ বাড়ায়।

আমজাদ আলি বিচারপতিদের জানান কেন্দ্র জানুয়ারি এবং জুলাই নির্দিষ্ট এই দুটি মাসে বছরে দু’বার ডিএ বাড়ায়। যদি কেন্দ্রের কর্মচারীরা এভাবে পেতে পারেন তবে রাজ্যের সরকারি কর্মীরা কেন পাবেন না? তিনি আদালত কে আরো জানান কনজিউমার প্রাইস ইনডেক্স ডিএ-র হার নির্ধারণ করে। সেই প্রস্তাব মেনেই কেন্দ্র বছরে দুবার ডিএ বাড়ায়।

দীর্ঘক্ষণ তর্জা চলার পর ডিভিশন বেঞ্চ আগামী সোমবার আইনজীবী সর্দার আমজাদ আলিকে বলেছে, কেন্দ্রীয় সরকার কীসের ভিত্তিতে বছরে দু’বার কর্মচারীদের ডিএ দেয়, সেই নথি আদালতে পেশ করতে।
তার পরেই হতে পারে সিদ্ধান্ত বছরে দুবার না একবার! কেন্দ্রের সাথে কমবে ফারাক? অপেক্ষা আগামী সোমবারের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.