Header Ads

ডিএ দিতে রাজ্য দায়বদ্ধ! তবে তা কেন্দ্রীয় সরকারের হারে কেন? প্রশ্ন বিচারপতির।

নজরবন্দি ব্যুরো: বেতন ও ভাতার পুনর্বিন্যস করা মানে মহার্ঘ ভাতা দেবার ব্যাপারে কর্মীদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ রাজ্য।
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় এমনই পর্যবেক্ষণ আদালতের। মঙ্গলবার বিচারতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে আদালত রাজ্যকে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ এবং রাজ্য তা কতটা গ্রহণ করেছে  সেই সংক্রান্ত যাবতীয় নথি জমা দেবার নির্দেশ দেয়।

আদালতের পর্যবেক্ষণ,  ডিএ দিতে রাজ্য কতটা দায়বদ্ধ, সেটা বলা যেতে পারে ওই সব নথিপত্র দেখলে। দীর্ঘ শুনানিতে মামলাকারীদের আইনজীবী আমজাদ আলির পেশকরা নথি দেখে আদালত মনে করছে, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য যে রোপো রুল তৈরি করেছে, তাতে ডিএ দেবার দায়বদ্ধতা স্পষ্ট।

যদিও কেন্দ্রীয় সরকার হারে ডিএ দিতে হবে এমন প্রস্তাব কোথাও উল্লেখ নেই বলে দাবি আদালতের। আজ আবার শুনানি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.