Header Ads

পেট্রোল ছাড়া বাইক! কৃষিতে উন্নতি! নতুন শিল্প! একগুচ্ছ উপহার ঘোষণা কেন্দ্রের।

নজরবন্দি ব্যুরোঃ ভারতের পথেঘাটে বাইক চলাচলের সংখ্যা বাড়ছে। তার সাথে তাল মিলিয়ে দিনদিন বাড়ছে পেট্রোলের দাম। ক্রমবর্ধমান এই দামের সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত সমাজ। এর এক সহজ সমাধান আসতে চলেছে খুব শীগগির, সুখবর দিলেন কেন্দ্রীয় সড়ক ও জাহাজ পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।
খুব তাড়াতাড়ি ভারতের বাজারে আসছে এমন এক বাইক যা পেট্রোল ছাড়াও চালানো সম্ভব। পেট্রোলের বদলে এখানে ব্যবহার করা যাবে ইথানল। ফ্লেক্স ইঞ্জিন মোটরসাইকেল নামে এক বিশেষ প্রযুক্তি সম্পন্ন বাইক বাজারে আনা হচ্ছে। এই বাইক গুলি ১০০ শতাংশ পেট্রোল কিংবা ১০০ শতাংশ ইথানলে চলবে।

এই ধরণের বাইক যদি দেশের বাজারে চলে আসে তাহলে তার সাথে সাথে উন্নতি হবে কৃষিতেও। এক টন খড় থেকে ২৮০ লিটার ইথানল জ্বালানি তৈরি করা যাবে। এর ফলে বিপুল খরচ সাপেক্ষ তৈল শোধনাগারের বদলে অনেক কম খরচে বায়ো ইথানল, মেথানল, বায়ো-ডিজেল, বায়ো সিএনজি ইত্যাদির ব্যবহার বাড়িয়ে পেট্রোল, ডিজেলের ব্যবহার কমিয়ে আনা সম্ভব। যার ফলে লাভবান হবেন মধ্যবিত্ত সমাজ এবং একই সাথে বিকশিত হবে নতুন শিল্প।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.