Header Ads

আদালতের নির্দেশে জটমুক্ত হল শিক্ষক নিয়োগ! সুদিন এলো অবশেষে।

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে সুদিন দেখতে চলেছেন শিক্ষক পদপ্রার্থীরা। আদালতের নির্দেশে শেষ পর্যন্ত নিয়োগের জট কাটিয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে ২০০৯ সালের চাকরি প্রার্থীদের।
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন যে সমস্ত চাকরি প্রার্থীরা তাদের পুরনো যোগ্যতা-তালিকা অনুসারে দ্রুত নিয়োগ করতে হবে। এবিষয়ে প্রাথমিক শিক্ষা সংসদকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, ২০০৯ সালে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মালদা ও হাওড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়।
মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্য সরকারের প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি! আবেদন করুন এখনই।
সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও চাকরি পাননি মালদা দুই ২৪ পরগণার অসংখ্য পরীক্ষার্থী। কিন্তু সেই পরীক্ষা বাতিল ঘোষনা করা হলে আটকে যায় তাদের নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ পত্রের দাবিতে আদালতের দ্বারস্থ হন শিক্ষক পদপ্রার্থীরা। আদালতের নির্দেশ সত্ত্বেও নিয়োগ না করায় আদালত অবমাননার অভিযোগও ওঠে প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে। অবশেষে সেই জট কাটিয়ে নিয়োগ সুবিচার পেতে চলেছেন চার জেলার হবু শিক্ষকরা।
Loading...

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.