Header Ads

সরকারি কাজ হবে এবার এক তুড়িতে, নিদান দিলেন মমতা। দেখুন কিভাবে!

নজরবন্দি ব্যুরোঃ নচিকেতার গানেই বলা হয়েছে, "বারোটায় অফিস আসি, দুটোয় টিফিন...চারটেয় চলে আসি বাড়ি"। আমাদের রাজ্যের সরকারি কর্মচারিদের রুটিন একদম এরকমই। অফিস ঢোকা এবং বেরোনোর সময়ের তফাতটা একদমই কম। আর তাদের এই রোজনামচার ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে।
সরকারি অফিস মারফত কোনো কাজ করাতে গেলে বা সরকারি কোনো প্রকল্পের সুবিধা পেতে গেলে পায়ের জুতোর শুকতলা খসে যাবে, এ তো কথাতেই আছে। কিন্তু সেই ধারণা এবার বদলে যাবে। বদলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সরকারি বিভিন্ন দপ্তরে মানু্ষের বিভিন্ন কাজের সময়সীমা বেধে দিলেন মুখ্যমন্ত্রী। সময়ের কাজ সময়ে করতে হবে। সরকারি বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন পরিষেবার সময়সীমা বেধে দিয়েছেন মমতা।

যেমন,
নতুন রেশন কার্ড- ৩০ দিন
কন্যাশ্রী- ৩ মাস।
প্রতিবন্ধী স্কলারশিপ- ৩ মাস।
শিক্ষাঋণ- ৩ মাস।
জমি সংক্রান্ত তথ্য- ২ দিন।
মাধ্যমিক/উচ্চমাধ্যমিক ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড- ১৫ দিন মাঃ/উচ্চ মাঃ মাইগ্রেশন- ১৫ দিন
গাড়ির রেজিসট্রেশন- ৫ দিন
ড্রাইভিং লাইসেন্স- পাশ করার পর ৭ দিন
এসসি/এসটি সার্টিফিকেট- আবেদন করার পর ৪ সপ্তাহ


কলকাতা পুরসভার পরিষেবার ক্ষেত্রেও নির্দিষ্ট সময় বেধে দিয়েছে রাজ্য সরকার। যেমন-
নতুন জলের কানেকশন- ৭ দিন
জলের লাইন সারাই- ৪ দিন
টিউবয়েল বসানো এবং সারাই- পারমিট পাওয়ার পর ৪ দিন
বাড়ি এক্সটেনশনের প্ল্যান- ৬০ দিন
বেআইনি বাড়ির বিরুদ্ধে ব্যবস্থা- ১৫ দিন।
জন্ম ও মৃত্যু সার্টিফিকেট- রিপোর্ট পাওয়ার পর ৩ দিন
ট্রেড লাইসেন্স- ৩০ দিন
জঞ্জাল পরিষ্কার- ২৪ ঘন্টা
রাস্তার আলো খারাপ হলে- ৭ দিন


সময়ের মধ্যে কাজ না হলে অভিযোগ জানাতে পারবেন সংশ্লিষ্ট আধিকারিকের কাছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.