Header Ads

গ্রামের ছেলে করিমুলকে ভোলেনি প্রধানমন্ত্রী থেকে রাহুল গান্ধী কেউ!

নজরবন্দি ব্যুরো: নিজের তৈরি বাইক অ্যাম্বুল্যান্সে করে প্রত্যন্ত গ্রাম থেকে রোগীকে হসপিটালে পৌঁছে দেওয়াটা এখন তাঁর নেশাতে পরিণত হয়েছে। মানুষকে এই ভাবে বিনা পারিশ্রমিকে সেবা করার জন্য গত বছর পদ্মশ্রী পেয়েছিলেন জলপাইগুড়ির বাসিন্দা করিমুল হক।

এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লি যাবার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। সেই আমন্ত্রণ মঞ্চে এক বিরল অভিজ্ঞতা হল করিমুলের। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  এগিয়ে এলেন তার সঙ্গে আলাপ করতে! করিমুলের সাথে সেলফিও তোলেন  প্রধানমন্ত্রী। করিমুল বুঝতে পারেন, হাজারো ব্যস্ততার মধ্যেও তাঁর বাইক অ্যাম্বু্ল্যান্সের কথা ভোলেননি প্রধানমন্ত্রী।

রাহুল গান্ধীও ছবি তোলেন করিমুলের সঙ্গে। তিনিও তাঁর গ্রামের সমস্যা মেটানোর বিষয়ে করিমূলকে আশ্বস্ত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত সেনাকর্তারাও করিমুলের সঙ্গে ছবি তোলেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.