Header Ads

ডিভিশন বেঞ্চের রায়ে স্বস্তিতে মুখ্যমন্ত্রী! কেন? পড়ুন

নজরবন্দি ব্যুরো: তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ডিলিট?এই অভিযোগ তুলে ৮ই জানুয়ারী কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দাখিল করা হয়। বৃহস্পতিবার সেই মামলার পরিপ্রক্ষিতে করা জনস্বার্থ মামলাটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
গত ২৫ অক্টোবর মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করে কলকাতা বিশ্ববিদ্যালয়।১১ জানুয়ারি মুখ্যমন্ত্রী হাতে ডিলিট তুলে দেওয়া হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন অধ্যাপক।

তাঁর অভিযোগ, বিশ্ববিদ্যালয় কিসের ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে এই সন্মান দেবার সিদ্ধান্ত নিল। তাদের এই সিদ্ধান্ত অযৌক্তিক। মামলাটি গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। তারপর আজ মামলাটির রায় দিতে গিয়ে মাননীয় বিচারপতি জানান,ডিলিট দিলে তাতে জনস্বার্থ বিঘ্নিত হয় না।এই মামলায় যাদের অন্তর্ভুক্ত করা দরকার ছিল তাঁদের করা হয়নি। তারপরই জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.