Header Ads

ডিএ-র দৃষ্টি ঘুরিয়ে রাজ্য সরকারি কর্মীদের জব্দ করতে নতুন ছক সরকারের।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন তাদের প্রাপ্য বকেয়া ডিএ থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন গুলির। এই ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার কিনা তা নিয়ে চলছে আদালতে শুনানি এবং সেই শুনানির দিন ধার্য হয়েছে আগামি ২৯ জানুয়ারি। আইনজীবী মহলের একাংশের ধারণা, ওই ২৯ তারিখেই নির্ধারিত হবে ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার কি না সেই বিষয়টি। আর তার পরেই রাজ্যের কর্মীরা কত বকেয়া ডিএ পাবেন তা নিয়ে আবার হয়তো আদালতের শরণাপন্ন হতে হবে সরকারি কর্মচারীদের।

এইরকম এক পরিস্থিতির মাঝে রাজ্য সরকারি কর্মীদের বাগে আনতে নতুন উদ্যোগ নিলো রাজ্য সরকার। বিশেষ সূত্রে খবর, এবার বায়োমাট্রিক হাজিরাকেই গুরুত্ব দেবে রাজ্য সরকার। ৩টি 'লেট' হলে ১টি 'ক্যাজুয়াল লিভ' বাদ যাওয়ার থেকে শুরু করে বেতন কাটা হতে পারে। আর এই কাজ করা হবে বায়োমেট্রিক দেখে। প্রসঙ্গত, অনেকদিন আগেই কর্মচারীদের হাজিরার স্বচ্ছতা আনতে আঙুল ছাপ ব্যবস্থা চালু করেছিল রাজ্য সরকার। কিন্তু সেখানে মাঝেমধ্যেই মেশিন খারাপ হয়ে যেত। আর এর ফলেই তৈরি হত সমস্যা। তাই নতুন কোনো সমস্যায় যাতে না পড়তে হয় এবং রাজ্য সরকারি কর্মীদের ওপর কড়া নজর রাখতে এইরকম কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে বর্তমান রাজ্য সরকার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.