Header Ads

ক্লাব তথা যুবসমাজই ধরবে সমাজের হাল! খেলাশ্রী অনুষ্ঠানে কে কে পেলেন বিশেষ সম্মান? পড়ুন...

নজরবন্দি ব্যুরোঃ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে খেলাশ্রী অনুষ্ঠানে গিয়ে রাজ্যের ক্লাবগুলির ওপর বিশেষ দায়িত্ব প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাড়ায় পাড়ায় যে ক্লাবগুলি গড়ে উঠেছে সেই ক্লাবগুলিই মানুষের বিপদে আপদে পাশে এসে দাঁড়ায়। তাই এই সমস্ত ক্লাবের ওপর খুশি হয়ে ক্লাবের দায়ভার আরও বাড়িয়ে দিলেন মমতা।
এদিন ক্লাবের ওপর দায়িত্ব আরোপ করে মুখ্যমন্ত্রী বলেন, আগামিদিনে এলাকা চালানোর দায়িত্ব নিতে হবে রাজ্যের ক্লাবগুলিকে। সেই উদ্দেশ্যে ৪,৩০০ ক্লাবকে ২ লক্ষ টাকা করে অনুদান দেয় রাজ্য দরকার।
একই সাথে এদিন অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা দেওয়া হবে অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের।

আজকের অনুষ্ঠানের সম্মান প্রাপকরা হলেন
খেল সম্মান- মণিকা সরেন, স্বপ্না বর্মন, ভাস্কর মুখোপাধ্যায়, অরিন্তপ দাশগুপ্ত, ইন্দ্রজিৎ পাল, প্রিয়াঙ্কা রায়, সঙ্গীতা বাঁশফোড়, দেবাশিস সেন, অঙ্কুর দাস, শুভঙ্কর প্রামাণিক, রিমো সাহা
বাংলার গৌরব সম্মান- আশিস মণ্ডল, অপর্ণা ঘোষ, পলাশ নন্দী, মিঠু মুখোপাধ্যায়, মিনতি রায়, তনুময় বসু, তরুণ দে, অভিজিৎ দেবনাথ, রুপালি পাণ্ডে (হালদার), ইনাম উর রহমান, গৌরী ঘোষ, দিলীপ কুমার সেন, ফ্রান্সিস গোমেজ
ক্রীড়া গুরু সম্মান- সুবাস সরকার














Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.