Header Ads

এবার রক্তদান শিবিরের নামে অবৈধ ভাবে টাকা তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!

নজরবন্দি ব্যুরো: রক্তদান শিবিরের আয়োজন করে টাকা তোলার মতন গুরুতর অভিযোগ উঠলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটে হুগলির নালিকুল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২৮ তারিখে নালিকুল বটতলা এলাকায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে তৃণমূলের উদ্যোগে। শিবিরের প্রচারে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ একাধিক পোষ্টার ও হোর্ডিং টাঙানো হয়েছে বিভিন্ন জায়গায়।

ওই শিবিরে উপস্থিত থাকার কথা হুগলি জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্ত ও মন্ত্রী অসীমা পাত্র সহ একাধিক হেভি-ওয়েট নেতাদের।

শিবির উপলক্ষ্যে বেশ কিছু কুপন ছাপানো হয়েছে বলে খবর। অভিযোগ, কুপন বিক্রি করে টাকা তুলছেন তৃণমূলের স্থানীয় বেশ কয়েকজন নেতা। যদিও প্রকাশ্যে বিষয়টি নিয়ে মুখ খোলেননি ওই নেতারা।

এমন ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক বেচারাম মান্না।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.