Header Ads

মুর্শিদাবাদের বাস দুর্ঘটনার পর কড়া পদক্ষেপ পরিবহণ দপ্তরের।

নজরবন্দি ব্যুরো: মুর্শিদাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনার পর কড়া পদক্ষেপ নিল পরিবহণ দপ্তরের।

এবার থাকে চলন্ত বাসে মোবাইল ব্যবহার করলে চালককে পড়তে হবে শাস্তির মুখে। সরকারি বাসের সমস্ত চালককে সতর্ক করে প্রত্যেক ডিপোতে পাঠানো হয়েছে নোটিস। সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে,

কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগ লাইট ব্যবহার করতে হবে চালকদের। যত তাড়াই থাক,অতিরিক্ত কুয়াশা থাকলে দূরপাল্লার বাস রাস্তায় দাঁড় করিয়ে রাখতে হবে। শুধু তাই নয়,ওই নোটিসে আরো বলা হয়েছে কোনও চালক নেশাগ্রস্ত হলে তাঁর হাতে বাস দেওয়া যাবে না। সে বিষয়ে ডিপোয় থাকা কর্মীরা নজর রাখবেন। বাস বের করার সময় তাঁর প্রতিটি যন্ত্রাংশ ঠিক রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখে তবেই রাস্তায় নামানো হবে।নতুন সমস্ত এসি, নন এসি বাসেই সিসিটিভি রয়েছে।

সেই সিসিটিভিতে এবার নজর রাখা হবে চালকদের উপরও। বাস চালানোর সময় ফোনে কথা বললে এবার তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্নো হল বেসরকারি বাস গুলিকে নিয়ে কি ব্যাবস্থা হবে? এব্যাপারে চালক এবং মালিকদের নিয়ে কর্মশালা করে চেষ্টা চালানো হচ্ছে সচেতনতা বৃদ্ধির।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.