Header Ads

প্রতিদিন ৩৬৯৮ জন এবং বুথ পিছু ১১৫ জনের কর্মসংস্থানের দাবী মুখ্যমন্ত্রীর!! আপনার বুথে কতজন?

নজরবন্দি ব্যুরোঃ আজ রাজ্য বাজেটের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে জিএসটি এবং নোট বাতিল ইস্যুতে তীব্র আক্রমন করে মুখ্যমন্ত্রী সংসদে কালোটাকা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবী জানান। মুখ্যমন্ত্রীর দাবী জিএসটি হওয়ার ফলে রাজ্যে কাজ হারিয়েছেন তাদের সাহায্য করেছে রাজ্য সরকার।
এরাজ্যে কর্মসংস্থানের দারুন সুযোগ রয়েছে তাই অনেক সংস্থা আগ্রহ দেখিয়েছে এবং ভবিষ্যতে বড় শিল্প হবে। রাজ্য হবে এশিয়ার গেটওয়ে। জমি নিয়ে কোন সমস্যা হবে না। রাজ্যে আইটি হাব হবে। গ্রাম শহর দুটোকে নিয়েই চলতে হবে তাই বাজেট করা হয়েছে গরিবদের কথা মাথায় রেখে।

রাজ্য কর্মসংস্থান চায় বলেই বানিজ্য সম্মেলন করে। কৃষকদের জন্যে ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কৃষিতে আয়করে ছাড় দেওয়া হয়েছে। কন্যাশ্রী চলবে কন্যাশ্রীর মত রূপশ্রী প্রকল্পে গরিব ঘরের মেয়েরা উপকৃত হবে । এছাড়াও তিনি দাবী করেন রাজ্যের ৯০ শতাংশ মানুষকে ২ টাকা কিলো দরে চাল দেওয়া হয় এবং ৬ বছরে ৮১ লাখ কর্মসংস্থান হয়েছে রাজ্যে!!
বিরোধীরা প্রশ্ন তুলছেন ৬ বছরে ৮১ লাখ মানে দিন পিছু ৩৬৯৮ চাকরি। এবং বুথ পিছু ১১৫ জনের চাকরি! কোথায় হয়েছে? কবে?
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.