Header Ads

মোদীর 'অমৃত' করবে গরীবের জীবনদান! ওষুধে মিলবে এবার ৭০ শতাংশ ছাড়।

নজরবন্দি ব্যুরোঃ দেশের কোনো মানুষ যাতে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা না যান সেই ব্যবস্থা গ্রহণ করলো এবার নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রের নতুন প্রকল্প 'অমৃত'র উদ্যোগে বাজারে এলো সাশ্রয় মূল্যের ওষুধের দোকান।
কেন্দ্রীয় সরকারের নতুন এই প্রকল্পের আওতায় বিভিন্ন জীবনদায়ী ওষুধে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। রাজ্য সরকারেরও এরকম একটি প্রকল্প আছে যার নাম ন্যয্য মূল্যের ওষুধ প্রকল্প। তবে সেখানে শুধু মাত্র জেনেরিক নামে ওষুধ পাওয়া যায়। কেন্দ্রের এই অমৃত প্রকল্পের আওতায় এই সমস্ত স্টোর গুলিতে বহুজাতিক সংস্থার ওষুধও মিলবে প্রচুর ছাড়ে।

রাজ্যের প্রথম অমৃত স্টোর খোলা হয়েছে হাজরার চিত্তরঞ্জন হাসপাতালে। দূরারোগ্য ব্যাধির দুর্মূল্য ওষুধ এখানে পাওয়া যাবে। ক্যান্সারের সব ধরণের ওষুধ পাওয়া যাচ্ছে এখানে অনেক কম দামে। কেন্দ্রের এই নতুন জনকল্যাণমুখী প্রকল্পের ফলে একদিকে যেমন লাভবান হবেন দেশের দরিদ্র জনসাধারণ অপরদিকে এই নয়া প্রকল্প চাপে ফেলবে রাজ্যের ন্যয্য মূল্যের ওষুধ প্রকল্প তথা রাজ্য সরকারকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.