Header Ads

বাগানের নতুন ঘোড়া নতুন বিদেশি আশ্চর্যবালক!

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডার্বি ম্যাচ জিতে এই মুহূর্তে আত্মবিশ্বাসে ফুটছে মোহনবাগান। মরসুমের পরবর্তী ম্যাচ গুলিতে জয়ের লক্ষ্যে ঘুটি সাজাতে ব্যস্ত ক্লাব কর্তারা। জয়ের ধারা অক্ষুণ্ণ রাখতে নতুন বিদেশিকে ঘরে আনছে মোহনবাগান ফুটবল ক্লাব।

নেপালী ফরওয়ার্ড বিমল ঘার্তি মাগরকে দলে পেল বাগান। কে এই বিমল? এক কথায় বলতে গেলে আশ্চর্যবালক। মাত্র ১৪ বছর বয়সে নেপাল সিনিয়র ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ইউরোপের বেশ কিছু বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। শুধু তাই নয়, বেলজিয়ামের প্রথম সারির ক্লাব অ্যান্ডারলেক্ট এর হয়ে খেলে প্রশংসা কুড়িয়েছেন। এহেন বিমলের খেলা দেখে মোহিত হন বাগান কর্তারা। মনে করা হচ্ছে, চলতি মরসুমে মোহনবাগানের হয়ে বাজিমাত করবেন এই নতুন বিদেশি। আগামিকালই এই নেপালি তারকা এসে পৌঁছবেন কলকাতায়। মঙ্গলবার যোগ দেবেন ট্রেনিং-এ। একের পর এক জয় এনে মোহনবাগান সমর্থকদের মুখের হাসি আরও চওড়া করতে পারবেন কি বিমল? বলবে সময়!
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.