Header Ads

চাঁদার জুলুম! বিজেপি নেত্রীর গাড়ি আটকে হেনস্থার অভিযোগ!

নজরবন্দি ব্যুরো: রাস্তা আটকে জোর খাটিয়ে চাঁদা তোলাকে কেন্দ্র করে অশান্তি। আটকে পড়ল বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলির গাড়ি। গাড়ি থেকে নেমে চাঁদা তোলার প্রতিবাদ করেন রূপা-দেবী। তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর রূপার সঙ্গে চাঁদা আদায়কারীদের বচসা চলে বেশ কিছুক্ষণ।
জুলুমকারীরা চাঁদা তুলবে বলেও জানিয়ে দেয়।এর পর ক্ষুব্ধ রূপা গাড়িতে উঠে যান। জানা গিয়েছে, বোলপুরে সভা শেষে কলকাতা ফিরছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। এন এইচ ২ধরে আসছিল তাঁর গাড়ি। সিউড়ি-গুসকরা রাস্তা দিয়ে বর্ধমানে গাড়ি ঢোকে। আলমপুরের কাছে গাড়ি আটকে পড়ে। গাড়ি থেকে নেমে রূপা দেখেন বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে।

কয়েকজন যুবক চাঁদা তুলছে। এগিয়ে গিয়ে রূপা বলেন, কেন জাতীয় সড়ক আটকে চাঁদা তোলা হচ্ছে ? চাঁদা আদায়কারীরা বলে, “উৎসব আছে। সব গাড়ি থেকে ১০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে।” এর রূপা বলেন, "চাঁদা তুলবেন না।" উত্তরে চাঁদা আদায়কারীরা বলেন, “চাঁদা তুলবই। কেউ আমাদের আটকাতে পারবে না।” শুরু হয় কথা কাটাকাটি। রূপা রাজনীতি করছেন বলেও অভিযোগ করে চাঁদা আদায়কারীরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.