Header Ads

প্রহশনের ভোট, ডাকা হোক ৪৮ ঘণ্টার বন্ধ! দাবি বাম সমর্থকদের। কোমরে সেই জোর আছে সিপিআইএমের?

নজরবন্দি ব্যুরো: সিদ্ধার্থ শঙ্কর রায়ের রাজত্বের হাড় হিম করা সন্ত্রাস ও ভোট লুঠকে হার মানাবে আজ উপনির্বাচনকে কেন্দ্রকরে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের ভোট লুঠ। আর এই পরিকল্পিত লুঠের সাক্ষী থাকলো গোটা বাংলা এমনটাই অভিযোগ বিরোধীদের।
ভোট শুরুর প্রথম থেকে বিভিন্ন ভোট কেন্দ্রের দখল নেওয়া থেকে শুরু করে ছাপ্পা মারার অভিযোগ আসতে থাকে শাসক দলের বিরুদ্ধে। প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত হতে হয় মহিলা সিপি আই(এম) প্রার্থীকে। তাঁকে রাস্তায় ফেলে মারা হয় বলে অভিযোগ। হাড় হিম করা সন্ত্রাসের অভিযোগও করেন বিজেপি প্রার্থী। তৃণমূলি সন্ত্রাসের কাছে প্রকাশ্যে চলে আসে বিজেপির ফাঁকা আস্ফালন।

আর এই সবকিছু দেখে নীরব দর্শকের ভূমিকা পালন করে 'মিডিয়া'। প্রশাসন ভোট লুঠ করতে সাহায্য করে শাসক দলের, অভিযোগ বিরোধীদের।
প্রতিবাদে পুনঃনির্বাচনের দাবী জানান সিপিআই(এম) এর বর্ষীয়ান নেতা গৌতম দেব।

অপরদিকে সোশ্যাল মিডিয়া ছেয়ে যাচ্ছে বাম সমর্থকদের প্রতিবাদী পোষ্টারে। অজস্র সিপিআই(এম) সমর্থক ফেসবুকের দেওয়াল জুড়ে তাদের নেতাদের কাছে দাবী তুলেছেন ৪৮ ঘণ্টার বন্ধ ডাকা হোক নোয়াপাড়া আর উলুবেড়িয়ায়। ঘিরে রাখা হোক নির্বাচন কমিশনের দফতর। কিন্তু সেই কোমরের জোর কি এখন আছে সিপিআই(এম) এর?? প্রশ্নটা কিন্তু ওঠেই!







Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.