Header Ads

নিয়োগ বা ডিএ-র জন্যে টাকা নেই। ক্লাবের জন্যে আছে, তাই আবার অনুদান।

নজরবন্দি ব্যুরোঃ বিরোধীরা বিরোধীতা করেন কিন্তু যথারীতি পাত্তা দেন না মুখ্যমন্ত্রী! রাজ্যে করেক হাজার শিক্ষক পদপ্রার্থীর ভাগ্য সুতোয় ঝুলছে। নিয়োগ নেই, সরকারি কর্মচারীরা ডিএ বঞ্চনা নিয়ে পথে নেমেছেন। কিন্তু নিশ্চুপ সরকার। এমন অভিযোগ উঠেছে মাঝেমধ্যেই।
বিরোধীরা অভিযোগ করেছেন ডিএ দেওয়া বা নিয়োগ করার বেলায় টাকা নেই সরকারের কিন্তু ক্লাব কে দেওয়ার বেলায় আছে! কিন্তু এই সমালোচনায় থমকে যাওয়া তো দূরের কথা, উলটে বিরোধীদের মুখে ছাই দিয়ে আবার সম্ভবত ১৬০০০ ক্লাবকে খেলাধুলো ও সাংষ্কৃতিক কাজকর্মের জন্য আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার বলে খবর সূত্রের। এরমধ্যে চার হাজার ক্লাবকে ২ লাখ টাকা করে ও ১২ হাজার ক্লাবকে একলাখ টাকা করে অনুদান দেওয়া হবে। আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ক্লাবগুলিকে সেই অনুদান তুলে দেবেন।

সূত্র বলছে শুধু অনুদান নয়, আগামীকালের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ক্রীড়াক্ষেত্রে বিশিষ্টদের পুরস্কৃত করবেন। খেল সম্মান, বাংলার গৌরব, ক্রীড়াগুরু, জীবনকৃতি ও বিশেষ সম্মান এই পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.