Header Ads

অনেক দিন পর আবার ময়দানে ফিরছেন সুব্রত ভট্টাচার্য।

নজরবন্দি ব্যুরোঃ  অনেক দিন পর আবার ময়দানে ফিরছেন সুব্রত ভট্টাচার্য আসন্ন কলকাতা লিগে টালিগঞ্জ অগ্রগামীর কোচ হিসেবে দেখা যাবে ময়দানের 'বাবলু দা'কে কলকাতা লিগের জন্য প্রথমে ইস্টবেঙ্গলের বিদায়ী কোচ খালিদ জামিলের সঙ্গে কোচিং করানোর বিষয়ে কথা বলেছিল টালিগঞ্জের কর্তারা কিন্তু খালিদ দু-তিন দিন সময় চাওয়ায় আর অপেক্ষা করেননি তাঁরা সুব্রত ভট্টাচার্যকেই নির্বাচিত করেন কোচ হিসেবে এদিকে আবার লাল-হলুদের টি ডি সুভাষ ভৌমিক।
তাহলে কি আবার সুব্রত-সুভাষ দ্বৈরথ দেখা যাবে কোলকাতা ময়দানে। আমল-পিকের মতো। অপেক্ষাই ফুটবল প্রেমীরা।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.