Header Ads

উঠে এলো আরও এক নতুন তথ্য, মৃত্যুর আগে সুশান্ত তাঁর নাম গুগল করেছিলেন, কেন? জানুন

নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত সামনে এসেছে এক নতুন তথ্য। মৃত্যুর দিন সুশান্ত নিজের নাম গুগল করেছিলেন। এবং তাঁকে নিয়ে প্রকাশিত কয়েকটি খবর তিনি পরেন। বুধবার তাঁর মোবাইলের ফরেনসিক রিপোর্টে এমন তথ্যই সামনে আসে। গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ। মাত্র ৩৪ বছর বয়সে এমন এক জন প্রতিভাবান অভিনেতার এই পরিনতি সবাইকে ভাবতে বাদ্ধ করেছে। জানা গেছে বিগত ৬ মাস ধরে সূশান্ত মানসিক অবসাদে ভুগছিলেন। এবং যার কারনে তিনি চিকিৎসাও করাচ্ছিলেন।
ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী, ১৪ জুন সকাল ১০.১৫ টায় নিজের নাম গুগল করেন তিনি। তাঁর ফোনের গুগল সার্চ হিস্টরি থেকে থেকে তদন্তকারীরা জানতে পারেন, তিনি সুশান্ত সিং রাজপুত লিখে সার্চ করেছিলেন। এবং তাঁকে নিয়ে প্রকাশিক কয়েকটি খবর তিনি স্খান থেকে পড়েন। মুম্বাই পুলিশ অভিনেতার মৃত্যুর আসল কারন খোঁজার চেষ্টায় রয়েছেন। এখন পর্যন্ত সুশান্তের পরিবারের সদস্য, কর্ম সহযোগী, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং গৃহকর্মী সহ আঠারোজনকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী দল। সুশান্তের কয়েকজন বন্ধু পুলিশকে জানিয়েছেন, তিনি মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে কেউ তাঁর ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। তিনি প্রায় তাঁর কর্ম সহযোগীদের সাথে ম্যাগাজিনে এবং পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলি নিয়ে আলোচনা করতেন। সুশান্তের হঠাৎ এই ভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারেনি কেউ।

 তিনি আত্মহত্যা করেছেন এই বিষয়টা মানতে নারাজ তাঁর পরিবার, বন্ধুরা, ইন্ডাস্ট্রির একাংশ এবং ভক্তরা। সবাই দাবি জানিছেন এটা আত্মহত্যা নয় খুন। তাঁর মৃত্যুর পর থেকেই ইন্ডাস্ট্রির স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছেন অনেক অভিনেত্রী ও অভিনেতারা। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ঝুলে থাকার কারণে অ্যাসফিক্সিয়ায় মারা গেছেন সুশান্ত। সুশান্ত সিং রাজপুত কাইপোচে, শুদ্ধ দেশী রোম্যান্স, পিকে, এমএসধোনি, রাবতা, কেদারনাথ, সোনচিরিয়া, ছিছোড়ের মত ছবি করেছেন। প্রথমে ছোট পর্দার ধারাবাহিক শো পবিত্র রিস্তা দিয়ে তিনি তাঁর যাত্রা শুড়ু করেন। এবং ধীরে ধীরে নিজের অভিনয় দিয়ে মা্নুষের মন জয় করে জনপ্রিয় হয়েছে ওঠেন। তার পরেই তিনি বড় পর্দায় পা রাখেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.