Header Ads

নতুনদের জন্য বলিউড থেকে সরে গিয়েছিলেন সরোজ খান,সেই সময়ে মাস্টারজির জন্য এগিয়ে আসেন সলমন

নজরবন্দি ব্যুরোঃ প্রভুদেবা, রেমো ডিসুজা, টেরেন্স বলিউডের একের পর এক জনপ্রিয় কোরিওগ্রাফারদের দাপটে এক সময় যেন বেশ তিনি অনেকটা কোনঠাসা হয়ে পড়েন সরোজ খান।ওই সময় তাঁর পাশে ছিলেন সলমন খান। জীবিত থাকাকালীন একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এমনই জানান সরোজ খান।এক সময় সারোজ খানের বলিউডে প্রায় কোনও কাজই ছিল না। তাই অভিনেত্রীদের হিন্দুস্থানি ঘরানার নাচের তালিম দেওয়ার কাজ শুরু করেছেন তিনি।বলিউড ভাইজানকে সলমন খানের প্রাশ্নতে এমন কথাই জানিয়েছিলেন সরোজ খান।মাস্টারজীর কথা শোনা মাত্রই সলমন স্পষ্ট জানিয়ে দেন, এবার থেকে সরোজজি যেন তাঁর সঙ্গেই কাজ করেন।

 তাই তাঁর সিনেমার কোরিগ্রাফির জন্য সরোজজিকে আমন্ত্রণ জানান।এরপর ঠাগস অফ হিন্দোস্তানে ক্যাটরিনা কাইফের জন্য আমন্ত্রণ জানানো হয় সরোজ খানকে। যদিও ক্যাটরিনার নাচের দেখে তিনি ওই ছবি থেকে সরে যান। তিনিই ওই ছবির জন্য অর্থাৎ ক্যাটরিনার জন্য প্রভুদেবাকে দিয়ে কোরিওগ্রাফ করানোর কথা জানান। এরপর কলঙ্ক-এ ফের মাধুরী দিক্ষীতের জন্য কোরিওগ্রাফি করেন সরোজ খান।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.