Header Ads

ইনস্টাগ্রামে শেষ বার সুশান্তকে স্মরণ করেছিলেন সরোজ খান।

নজরবন্দি ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঠিক ১৯ দিনের মাথায় পরলোকের উদ্দেশে রওনা হলেন বলিউডের নাচের রানি সবার প্রিয় মাস্টারজি সরোজ খান। সুশান্তের মতো এমন তরতাজা একটা প্রাণ অকালে ঝরে গেল, সেই মৃত্যুশোক ভাবিয়ে তুলেছিল সরোজ খানকে। তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টেও তাই সুশান্তই রয়ে গিয়েছেন। শোকাহত সরোজ বলেছিলেন, তোমার সঙ্গে কোনও দিন কাজ করিনি ঠিকই, কিন্তু তোমার এভাবে চলে যাওয়াটাকে কিছুতেই মেনে নিতে পারছি না।… তোমাকে সবসময়ে ভালবাসব সুশান্ত। ভালো থেকো।সুশান্তের মতো এমন ট্যালেন্টেড, বুদ্ধিদৃপ্ত তরতাজা ছেলের মৃত্যুশোক সইতে পারেননি সরোজ।

 ইনস্টাগ্রাম পোস্টে তার ইঙ্গিতও রয়েছে। সরোজ লিখেছিলেন, তোমার সঙ্গে কোনও দিন কাজ করিনি ঠিকই, তবে একাধিকবার তোমার সঙ্গে দেখা হয়েছে। কী এমন ঘটল তোমার জীবনে, যার জন্যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে! আমি ভীষণরকমভাবে দুঃখ পেয়েছি তোমার এমন হঠকারী সিদ্ধান্তের জন্য। একটিবার কোনও গুরুজনের সঙ্গে কথা বলতে পারতে। তোমার সমস্যা নিয়ে আলোচনা করতে পারতে! তোমার সেই হাসিখুশি মুখটার দিকে আমাদেরও তাকিয়ে থাকার সুযোগ দিতে। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। জানি না, তোমার বাবা এবং বোনেরা এই মুহূর্তে কী অবস্থায় রয়েছেন। তাঁদের প্রতি আমার সমবেদনা ও সহমর্মিতা রইল যে এই সংকট তাঁরা কাটিয়ে উঠুন। তোমার সবকটা ছবিতে তোমায় আমি ভালবেসেছি, বরাবর ভালবাসব। ভাল থেকো।শুক্রবার সরোজ খানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তাই সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তাঁর শেষ পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। সত্যিই তাই, বলিউডে একের পর এক শোকসংবাদ। এপ্রিল মাসের শেষের দিকে ইরফান খান, ঋষি কাপুরের প্রয়াণের জোড়া দুঃসংবাদ কাটতে না কাটতেই মে মাসের গোড়ার দিকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে বলিউড সংগীতকার ওয়াজিদ খানের। তারপরই জুন মাসের ১৪ তারিখের বেলায় এল সেই অপ্রত্যাশিত সংবাদ। যা বোধহয় কেউ কল্পনাও করেননি। আত্মহত্যা করেছেন সুশান্ত সি্ং রাজপুত।
 যাঁর মৃত্যুর পর ১৫ দিনের বেশি কেটে গেলেও গোটা দেশ এখনও সেই শোক মেনে নিতে পারছে না। ভুলতে পারছে না সারল্যতায় ভরা হাসিমাখা সেই মুখটা! আর তার ঠিক ১৯ দিনের মাথাতেই ৩ জুলাই অর্থাৎ আজ সকালে খবর এল বলিউডের খ্যাতনামা ডান্স কোরিওগ্রাফার সরোজ খান আর নেই।সরোজ খানের মৃত্যুর পর তাঁর দেওয়া এক পুরনো সাক্ষাৎকারের কথাও উঠে এসেছে। যেখানে তিনি জানিয়েছিলেন বলিউড থেকে সেরকম কাজ না পাওয়ায় নবাগতা অভিনেত্রীদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের তালিম দিতে হচ্ছে তাঁকে। সলমন খান নিজেই এসে জিজ্ঞেস করেছিলেন সরোজকে, যে- তিনি এখন কী করছেন? নিজের অবস্থার কথা সলমনকে জানাতেই তিনি সরোজ খানকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার আপনি সলমন খানের সিনেমায় কোরিওগ্রাফি করবেন। গত বছরের কথা। কিন্তু সলমনের সঙ্গে শেষবার আর কাজ করে হয়ে ওঠা হল না বলিউডের মাস্টারজির।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.