রাজ্যে খুলে গেল আরও পাঁচ পর্যটন কেন্দ্রে
নজরবন্দি ব্যুরোঃ খুলে গেল রাজ্যের আরও পাঁচ পর্যটন কেন্দ্রের দরজা। তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর উত্তর ও দক্ষিণের এই পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হল। রাজ্য ধাপে ধাপে পর্যটন কেন্দ্রের দরজা খোলার পথে যাচ্ছে। পর্যটকরা থাকতেও শুরু করে দিয়েছেন অনেক জায়গায়। এবার অন্তত ৩০ দিন আগে বুকিং করে ঘুরে আসা যেতে পারে বকখালি, দিঘা-সহ কালিম্পঙে। গৃহবন্দি জীবন থেকে মুক্তির আস্বাদ নিতে বেরিয়ে পড়বেন! তাঁদের জন্য কিন্তু দরজা খুলে দিয়েছে মর্গ্যান হাউস । ব্রিটিশ স্থাপত্যের আভিজাত্য এবং গা ছমছমে ভুতুড়ে আবহকে সঙ্গী করে পর্যটক টানতে প্রস্তুত কালিম্পংয়ের মর্গ্যান হাউস।১ জুলাই থেকে অনলাইন বুকিং শুরু হয়ে গিয়েছে। মর্গান হাউসের ম্যানেজার চুংকু লামা বলেন, সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে মর্গান হাউস খুলে দেওয়া হয়েছে।
যে কোনও পর্যটক বিনা দ্বিধায় এখানে আসতে পারেন। পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন রাজ্যের আরও ৪টি বন্ধ থাকা পর্যটন কেন্দ্রের সঙ্গে মর্গান হাউসও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছারাও সবুজ জঙ্গল ঘেরা ডুয়ার্সের টিলাবাড়ির ' তিলোত্তমা ' কিংবা লাল মাটির দেশ বীরভূমের ' রাঙাবিতানে ' র দরজাও খুলেছে। পাশাপাশি খুলে গিয়েছে বিষ্ণুপুর , মাইথন আর ডায়মন্ড হারবারের ' সাগরিকা ' ও। এবার শুধু আপনার বেরোনোর অপেক্ষা।
যে কোনও পর্যটক বিনা দ্বিধায় এখানে আসতে পারেন। পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন রাজ্যের আরও ৪টি বন্ধ থাকা পর্যটন কেন্দ্রের সঙ্গে মর্গান হাউসও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছারাও সবুজ জঙ্গল ঘেরা ডুয়ার্সের টিলাবাড়ির ' তিলোত্তমা ' কিংবা লাল মাটির দেশ বীরভূমের ' রাঙাবিতানে ' র দরজাও খুলেছে। পাশাপাশি খুলে গিয়েছে বিষ্ণুপুর , মাইথন আর ডায়মন্ড হারবারের ' সাগরিকা ' ও। এবার শুধু আপনার বেরোনোর অপেক্ষা।
Loading...
কোন মন্তব্য নেই