Header Ads

এবার খোলা হচ্ছে রাজ্যের পর্যটন কেন্দ্র

নজরবন্দি ব্যুরো: লকডাউন এর জন্য সব ব্যবসাই থেমে আছে। ধীরে ধীরে শিথিল হচ্ছে শিল্পগুলি। করোনা কে সাথে নিয়েই মানুষকে বাঁচতে হবে পেটের দায়। তাই রাজ্য সরকারের উদ্যোগে ৮ ই জুন প্রথম ধাপে রাজ্যের পাঁচটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে।

 বুধবার একথা জানান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। ৮ ই জুন থেকে অনলাইনে বুকিং করা যাবে, সেদিন থেকে চাইলে পর্যটকরা থাকতেও পারবেন। সরকারি কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে পর্যটকদের। পরবর্তী ধাপে সব পর্যটন কেন্দ্র খোলা হবে। দেখে নি রাজ্যের কোন কোন পর্যটন কেন্দ্র খুলছে। ১. ডায়মন্ড হারবার ২.বীরভূমের রাঙাবিতান ৩.বাঁকুড়ার বিষ্ণুপুর ও মাইথন ৪.ডুয়ার্সের টিলাপাড়া। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.